Samrat Mukherjee: মধ্যরাতে বেপরোয়া ড্রাইভিং, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সঙ্কটজনক বাইকআরোহী
বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। বাড়ির গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতাঃ মধ্যরাতে মত্ত অবস্থায় বেপরোয়া ড্রাইভিং(Rash Driving)। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারার অভিযোগ উঠল ছোট পর্দার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের (Samrat Mukherjee) বিরুদ্ধে। গতকাল, সোমবার মধ্যরাতে বেহালার(Behala) চৌরাস্তার দিক থেকে থেকে টালিগিঞ্জের(Tollygunje) দিকে যাচ্ছিলেন অভিনেতা। পথে রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, এক বাইক আরোহীকে ধাক্কা মারে তাঁর গাড়ি। ছিটকে রাস্তায় পড়ে যান বাইকআরোহী। তাঁর বয়স ২৯। বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা। কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন তিনি। প্রথমে তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থা্র অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর। শুধু তাই নয়, বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। বাড়ির গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। রাতেই সম্রাটের গাড়ি আটক করে বেহালা থানার পুলিশ। তাঁকে থানায় কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বলে সূত্রের খবর।