Suhana Khan-Agastya Nanda: একসঙ্গে সুহানা-অগ্যস্ত, শাহরুখ-কন্যার সঙ্গে অমিতাভের নাতির প্রেমের গুঞ্জন তুঙ্গে

Suhana Khan and Agastya Nanda (Photo Credit: Instagram/Screengrab)

এবার ফের সুহানা খান (Suhana Khan) এবং অগ্যস্ত নন্দাকে (Agastya Nanda) দেখা গেল একসঙ্গে। শাহরুখ-কন্যা এবং অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত সম্পর্কে জড়িয়েছেন। এমন গুঞ্জন শুরু হয় তাঁদের প্রথম ওয়েব সিরিজের শ্যুটিংয়ের সময় থেকেই। দুজনে সম্পর্কের বিষয়ে মুখ না খুললেও, তাঁদের বিভিন্ন সময় একসঙ্গে দেখা যায়। এবার সেই সুহানা খান এবং অগ্যস্ত নন্দাকে একসঙ্গে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে দেখা যায়। সুহানা খান এবং অগ্যস্ত নন্দার সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল সুহানা খান এবং অগ্যস্ত নন্দার ছবি...

 

 

View this post on Instagram