রবীনা ট্যান্ডন-এর ফ্লপ সিনেমা নিয়ে এই কথাগুলো জানেন!
তার মতো ভিন্ন ধরনের সুন্দরী বলিউডে কম দেখা গিয়েছে। সৌন্দর্যের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও প্রশংসিত হয়।
মুম্বই, ১০ মে: তাঁর মতো ভিন্ন ধরনের সুন্দরী বলিউড (Bollywood)-এ কম দেখা গিয়েছে। সৌন্দর্যের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও প্রশংসিত হয়। 'বাহুবলী'(Baahubali) প্রভাস (Prabhas) থেকে টাইগার শ্রফ (Tiger Shroff) -সেই নায়িকার অন্ধ ভক্ত বলে জানিয়েছেন। তবে সেই সুন্দরী বলিউডে রেকর্ড সংখ্যাক ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন। আন্দাজ করতে পারছেন সেই নায়িকার নাম! ১৯৯১ সালে 'রকস্টার' (Rockstar) সিনেমার মাধ্যমে বলিউডে পা দেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon)।
এরপর একের পর এক সিনেমায় নজর কাড়েন রবীনা। নয়ের দশকে একটা সময় প্রযোজক, পরিচালকদের প্রথম পছন্দও হয়ে ওঠেন রবীনা। তবে রবীনা-র সিনেমা ফ্লপ হতে শুরু করে নয়ের দশকের শেষের দিকে।
'পরদেশী বাবু' (Pardeshi Bbau) থেকে রবীনার লম্বার ফ্লপের লাইন শুরু হয়। এরপর একের পর এক ফ্লপ, সুপার ফ্লপ, মেগা ফ্লপ দিতে থাকেন রবীনা। অথচ তাঁর পারিশ্রমিক কিন্তু এরপরেও কমেনি। এখানেই রবীনা ম্য়াজিক। ৩০টা সিনেমা ফ্লপের পরেও রবীনা ম্যাজিক কখনও ফিকে হয়নি।