Ranveer SIngh: ন্যুড ফটোশ্যুট কাণ্ডে হাজিরা এড়ালেন রণবীর সিং, পুলিশের কাছে চাইলেন আরও কিছুটা সময়

Ranveer Singh (Photo Credit: Instagram)

ন্যুড ফটোশ্যুট কাণ্ডে মহিলাদের ভাবাবেগে আঘাতের অভিযোগ রণবীর সিংয়ের(Ranveer Singh)  বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের হয়েছিল এফআইআর। সেই মতো তাঁকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। সমন অনুযায়ী হাজিরা দেওয়ার কথা ছিল আজ অর্থাৎ ২২ অগস্ট। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন থানায় যাচ্ছেন না রণবীর। পরিবর্তে পুলিশের কাছে আরও দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি। এর ফলে রণবীরকে নতুন নোটিস পাঠান হবে বলে পুলিশ সূত্রে জানান হয়েছে।

এ প্রসঙ্গে মুম্বই পুলিশের তরফে অফিসিয়াল এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “অভিনেতা দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। সেই কারণেই একটি তারিখ ঠিক করে নতুন সমন তাঁকে পাঠান হবে।” এর আগে রণবীরের বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদের নোটিস পৌঁছে দেওয়া হয়েছিল পুলিশের তরফে। সে সময় অভিনেতা বাসভবনে ছিলেন না। ১৬ অগস্ট তিনি ফিরবেন বলে জানিয়েছিলেন। এর পরেই ২২ অগস্ট রণবীরকে ডেকে পাঠানোর নির্দেশ দেয় মুম্বই পুলিশ। যদিও রণবীর জানিয়েছেন, তিনি যেতে পারছেন না।