Rang Panchami 2023: আজ রঙ পঞ্চমী, পৌরাণিক কাহিনী অনুযায়ী দেব পঞ্চমী তিথিতে হোলি খেলবেন দেবতারা; জানুন বিস্তারিত
পৌরাণিক কাহিনি অনুযায়ী শ্রী রং পঞ্চমী তিথিতে রাধারানির সঙ্গে হোলি খেলে ছিলেন কৃষ্ণ। এই তিথিতে নিয়ম মেনে রাধা-কৃষ্ণের পুজো করে তাঁদের আবির নিবেদন করা হয়।
ফাল্গুন মাসের পূর্ণিমা থেকে দোল উৎসবের সূচনা হয়। তার পালিত হয় রং পঞ্চমী পর্যন্ত। এই তিথিকে শ্রী রং পঞ্চমী বা দেব পঞ্চমী বলা হয়ে থাকে। এই তিথিতে দেবী-দেবতার রঙের হোলি খেলেন। তাই এই তিথির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। আজ, ১২ মার্চ রং পঞ্চমী পালিত হবে। এই তিথির মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনি জেনে নিন এখানে। আবার এই তিথিতে কিছু সহজ উপায় করলে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটতে পারে। সেই উপায়গুলিও এখানে জানানো হল।
রং পঞ্চমীর পৌরাণিক কাহিনি
পৌরাণিক কাহিনি অনুযায়ী শ্রী রং পঞ্চমী তিথিতে রাধারানির সঙ্গে হোলি খেলে ছিলেন কৃষ্ণ। এই তিথিতে নিয়ম মেনে রাধা-কৃষ্ণের পুজো করে তাঁদের আবির নিবেদন করা হয়। আবার অন্য একটি পৌরাণিক কাহিনি অনুযায়ী হোলাষ্টক তিথিতে শিব কামদেবকে ভস্ম করে দেন। এর ফলে দেবলোকে সকলে দুঃখে ডুবে যান। তবে রতি ও অন্যান্য দেব-দেবীর প্রার্থনা স্বীকার করে মহাদেব কামদেবকে জীবিত করার আশ্বাস দেন। তখন সমস্ত দেব-দেবী প্রসন্ন হয়ে রঙ্গোৎসবে মেতে ওঠেন। এর পরই পঞ্চমী তিথিতে শ্রী রং পঞ্চমী পালিত হতে থাকে।
শ্রী রং পঞ্চমীর উপায়
১. রং পঞ্চমী তিথিতে এক সঙ্গে লক্ষ্মী-নারায়ণের পুজো করা উচিত। পুজোর সময় লক্ষ্মী লাল আবির নিবেদন করুন এবং কনকধারা স্তোত্র পাঠ করবেন। মনে করা হয় রং পঞ্চমীতে এই উপায় করলে ধন-সম্পদ বৃদ্ধি হয়।
২. এই তিথিতে রাধা-কৃষ্ণের পুজো করুন। এর পর তাঁদের আবির নিবেদন করুন। মনে করা হয় এমন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। প্রেম সম্পর্ক মজবুত হয়। দাম্পত্য জীবনে সুখ-সন্তুষ্টির জন্য স্বামী-স্ত্রীকে এক সঙ্গে পুজো করা উচিত।
৩. রং পঞ্চমী তিথিতে হলুদ কাপড়ে কয়েন ও পাঁচটি গোটা হলুদ বেঁধে ঠাকুরঘরে রেখে দিন। তার পর লক্ষ্মীর ধ্যান করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। কিছুক্ষণ পর সেই পুটলি সেখান থেকে তুলে লকারে রেখে নিন। মনে করা হয় এর ফলে ধন-ধান্যে বৃদ্ধি সম্ভব।
৪. রং পঞ্চমী তিথিতে লক্ষ্মীর পুজো করা ফলদায়ক মনে করা হয়। এ সময় লক্ষ্মীকে সাদা মিষ্টি নিবেদন করুন। এতে লক্ষ্মী প্রসন্ন হয়ে পরিবারকে ধন-সম্পত্তিতে ভরে দেন।