Gippy Grewal: সিধু মুসেওয়ালাকে খুন করা হয়েছে, পাঞ্জাবি গায়কের মৃত্যুর পর প্রাণের ভয় পাচ্ছেন গিপ্পি গ্রেওয়াল

সম্প্রতি মুক্তি পায় পরিচালক ইমতিয়াজ আলির ছবি 'চমকিলা'। যেখানে দিলজিৎ সিং দোসাঞ্জকে কাস্ট করা হয়। ইমতিয়াজ আলির চমকিলা ছবি নিয়ে কথা বলতে গিয়েই একাধিক বিষয় তুলে ধরেন গিপ্পি।

Gippy Grewal (Photo Credit: Instagram)

মুম্বই, ১ মে: মৃত্যুর ভয় পাচ্ছেন পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক গিপ্পি গ্রেওয়াল (Gippy Grewal)। পাঞ্জাবি (Punjabi)গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala)মত তাঁকেও খুন করা হতে পারে বলে ভয় পাচ্ছেন গিপ্পি।  তাঁর কাছে হুমকিও এসেছে বলে জানান পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক। সিধু মুসেওয়ালা এবং অমর সিং চমকিলাকে যেভাবে হত্যা করা হয়, তাঁর ক্ষেত্রেও এমন কিছু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন গিপ্পি।

সম্প্রতি মুক্তি পায় পরিচালক ইমতিয়াজ আলির ছবি 'চমকিলা'। যেখানে দিলজিৎ সিং দোসাঞ্জকে কাস্ট করা হয়। ইমতিয়াজ আলির চমকিলা ছবি নিয়ে কথা বলতে গিয়েই একাধিক বিষয় তুলে ধরেন গিপ্পি। দিলজিৎকে কাস্ট করে ইমতিয়াজ আলি সঠিক কাজ করেছেন বলেও প্রশংসা করেন এই চলচ্চিত্র পরিচালক।

এসবের বলতে গিয়ে গিপ্পি জানান, গত বছর ডিসেম্বর মাসে তাঁর কাছেও হুমকি আসে। অর্থ দাবি করে হুমকি দেওয়া হয় গিপ্পিকে বলে জানান চলচ্চিত্র পরিচালক। যা হওয়ার তা হবেই। কেউ তাকে আটকাতে পারবে না। তবে সতর্ক থাকতে হবে বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মন্তব্য করেন গিপ্পি।