Prachi Desai Looks Hot: গোলাপি শাড়িতে নজর কাড়লেন প্রাচী দেশাই

প্রাচী দেশাই গোলাপি শাড়ি পরা তাঁর কিছু জমকালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Prachi Desai (Photo Credit Instagram)

নয়াদিল্লি: প্রাচী গোলাপি শাড়ি পরা দেশাই তাঁর কিছু জমকালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রাচী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে তাঁকে একটি গোলাপী এমব্রয়ডারি করা শাড়ি ও স্লিভলেস সাদা ব্লাউজ পরে আকর্ষণীয় চেহারায় দেখা গিয়েছে। পীচ লিপস্টিক শেড, গোলাপী আইশ্যাডো, হাইলাইট করা গাল সবমিলিয়ে তাঁকে খুব বোল্ড দেখাচ্ছে। প্রাচী (Prachi Desai) তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Pracchi Desai (@prachidesai)

প্রাচী দেশাই (Prachi Desai) ‘কসক সে’ নামক একটি টেলিভিশন শোয়ে অভিনয়ের মাধ্যমে তাঁর কেরিয়ারে সূত্রপাত। ২০০৭-এ ‘ঝলক দিখলা যা’-এ অংশগ্রহণ করেন এবং জয়ী হন। ২০০৮-এ ‘রক অন’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়। ‘রক অন’ ছাড়াও ‘বোল বচ্চন’, ‘এক ভিলেন’, ‘আজহার’ ইত্যাদি আরও ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।



@endif