Pathaan Song Jhoome Jo Pathaan: পাঠান ছবির দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান' কবে আসছে? জানালেন কিং খান

মঙ্গলবার মুক্তি পেয়েছে পাঠান ছবির নতুন গান 'ঝুমে জো পাঠান' -এর পোস্টার। আর সেই পোস্টারেই নজর কাড়ল সিজলিং দীপিকা এবং হট শাহরুখের আগুন ধরানো রসায়ন।আগামী ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত ছবি ‘পাঠান’।

Jhoome Jo Pathaan Song Release Photo Credit: Twitter@iamsrk

চার বছর বড় পর্দায় ফিরছেন শাহরুখ, আর সেই কামব্যাক ছবি ইতিমধ্যেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে।অনেকেই বেশরম রং গানে দীপিকার 'বেশরমি' নিতে পারেননি।  তবে শাহরুখ কিংবা তাঁর ভক্তরা কিন্তু মোটেই এসবকে পাত্তা দিতে চান না। কিং খান চান দর্শকরা এই ছবি দেখুক, ‘সিনেমা জিতুক’। বিতর্কের মাঝেই আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবির দ্বিতীয় গান 'ঝুমে জো পাঠান’ গানটি। ঠিক সকাল ১১ টায় সেই গানের মুক্তির কথা নিজে টুইট করে জানালেন কিং খান।

মঙ্গলবার মুক্তি পেয়েছে পাঠান ছবির নতুন গান  'ঝুমে জো পাঠান' -এর পোস্টার। আর সেই পোস্টারেই নজর কাড়ল সিজলিং দীপিকা এবং হট শাহরুখের আগুন ধরানো রসায়ন। ‘ঝুমে জো পাঠান’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ফলে এই গানে যে গোটা ভারতবাসী আবার দুলে উঠতে চলেছে সেটা আশা করছেন এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।



@endif