Pathaan Advance Booking: আগামী ২০ জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে পাওয়া যাবে পাঠানের অগ্রিম টিকিট, জানাল যশরাজ ফিল্মস

বিতর্ক ফিকে করে দিয়েছে শাহরুখ ম্যানিয়া। বিদেশের মাটিতে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে কেজিএফ ২ এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে বলিউডি ছবিটি। এবার দেশের মাটিতে কবে থেকে তা পাওয়া যাবে তা জানাল যশ রাজ ফিল্মস।

Pathaan Advance Booking Photo Credit: Twitter@teamsrkwarriors

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান। চার বছর পর্দায় নায়ক শাহরুখকে দেখা যায়নি। পাঠানের হাত ধরে নায়কোচিত কামব্যাক করছেন তিনি। ফলে পাঠান (Pathaan) নিয়ে উন্মাদনাই আলাদা! তাছাড়া মনোকিনি বিতর্কে জড়ানোর দরুন ছবির চিত্রনাট্য নিয়ে আরও কৌতূহলী আম জনতা। যদিও অনেকে ভেবেছিলেন, বয়কট ট্রেন্ডের প্রভাবের সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মন্দার শিকার হতে পারে। তবে বিতর্ক ফিকে করে দিয়েছে শাহরুখ ম্যানিয়া। বিদেশের মাটিতে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে কেজিএফ ২ এর  রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে বলিউডি ছবিটি। এবার দেশের মাটিতে কবে থেকে তা পাওয়া যাবে তা জানাল যশ রাজ ফিল্মস। আগামী ২০ জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে পাওয়া যাবে পাঠানের অগ্রিম টিকিট। দেখে নিন এক ঝলকে-

 

View this post on Instagram

 

A post shared by SRK WARRIORS (@teamsrkwarriors)