Paoli Dam: ব্যোমকেশ হত্যামঞ্চের শুটিং শেষে আবেগে ভাসলেন পাওলি, শেষদিনের আবেগঘন মুহুর্ত সোশ্যাল মিডিয়ায়

Photo Credit_Instagram

সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত গল্প 'বিশুপাল বধ' অবলম্বনে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' বানাচ্ছিলেন অরিন্দম শীল।শুটিংয়ের শেষদিনে  পরিচালক অরিন্দম শীলের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী পাওলি দাম। সেই আবেগঘন মুহূর্তটিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পাওলি।

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)

এই প্রথমবার অরিন্দম শীলের ব্যোমকেশ সিরিজে অভিনয় করছেন পাওলি দাম।  'সুলোচনা' চরিত্রে দেখা যাবে পাওলিকে। কিছুদিন আগে নিজের লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)