Oscar 2023: অস্কারের মঞ্চে নাটু নাটু-র বিশ্বজয়, আনন্দে কেঁদে ফেললেন গীতিকার চন্দ্রবোসের স্ত্রী, দেখুন
অস্কারের (Oscar) মঞ্চে বেস্ট অরিজিনাল সং-এর শিরোপা জিতে নেয় আরআরআর-এর নাটু নাটু। আরআরআর-এর নাটু নাটু যখন বেস্ট অরিজিনাল সংয়ের শিরোপা জিতে নেয়, সেই সময় আনন্দে কেঁদে ফেলেন নাটু নাটু-র (Nattu Nattu) গীতিকার চন্দ্রবোসের স্ত্রী। অস্কারের মঞ্চে চন্দ্রবোস এবং টিম আরআরআর ওঠে, সেই সময় চোখের জল ধরে রাখতে পারেননি চন্দ্রবোসের স্ত্রী সুচিত্রা চন্দ্রবোস। দেখুন...
আরও পড়ুন: Oscar 2023: ভারতের স্বপ্ন স্বার্থক রাজামৌলির হাতে, নাটু নাটুর অস্কার জয়ে বললেন চিরঞ্জীবি