Priyanka Chopra: হলিউডের মোহ কাটিয়ে ফের বলিউডে ফিরতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিজের মুখেই স্বীকার করলেন
গত কয়েক বছর ধরে হলিউডে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। 'কোয়ান্টিকো' থেকে শুরু করে 'সিটাডেল', 'দ্য হোয়াইট টাইগার'-এর মত ওয়েব সিরিজ এবং সিনেমায় তাঁকে দেখা গিয়েছে।
মুম্বই, ১২ ডিসেম্বর: ফের বলিউডে (Bollywood) ফিরতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। টানা ৫ বছর পর ফের ভারতীয় সিনেমায় ফিরতে চান বলিউডের 'জংলি বিল্লি'। জেড্ডায় দ্য রেড সি ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, তিনি ফের ভারতীয় সিনেমায় ফিরতে চান। বলিউডের যে নাচ, তা তিনি 'মিস' করছেন। আগামী বছর ফের তিনি ছবি করতে চান। এ বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী বলেও জানান প্রিয়াঙ্কা।
গত কয়েক বছর ধরে হলিউডে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। 'কোয়ান্টিকো' থেকে শুরু করে 'সিটাডেল', 'দ্য হোয়াইট টাইগার'-এর মত ওয়েব সিরিজ এবং সিনেমায় তাঁকে দেখা গিয়েছে। তবে এবার ফের বলিউডে তিনি ছবি করতে চান বলে জানান প্রিয়াঙ্কা। ভারতীয় সিনেমা, ভাষা, সংস্কৃতি সবকিছুকে যেন তিনি চোখে হারাচ্ছেন। তিনি যাঁদের সঙ্গে কাজ করতেন, সেই ক্রুকেউ তিনি 'মিস' করছেন বলে জানান অভিনেত্রী।
ফলে ২০২৫ সালে প্রিয়াঙ্কা চোপড়া ফের বলিউডে হাজির হয়ে কোনও ছবির শ্যুটিং শুরু করেন কি না, সেদিকে তাকিয়ে তাঁর অনুরাগীরা।