IPL Auction 2025 Live

Noida Film City: যোগীর স্বপ্নের প্রজেক্ট 'নয়ডা ফিল্মি সিটিতে' দরপত্র জমা একতা কাপুর, সুভাষ ঘাইদের

নয়ডা ফিল্ম সিটিতে অফিস, স্টুডিও বা সেই সংক্রান্তের কাজের জন্য যোগী সরকারের ডাকা টেন্ডারে সাড়া দিলেন সুভাষ ঘাই, একতা কাপুরের মত বলিউডের বড় পরিচালক-প্রযোজকরা।

Yogi Adityanath

নতুন দিল্লি, ১৩ এপ্রিল: নয়ডা ফিল্ম সিটিতে অফিস, স্টুডিও বা সেই সংক্রান্তের কাজের জন্য যোগী সরকারের ডাকা টেন্ডারে সাড়া দিলেন সুভাষ ঘাই, একতা কাপুরের মত বলিউডের বড় পরিচালক-প্রযোজকরা। বেশ কয়েক বছর ধরেই নয়ডা ফিল্ম সিটিতে স্টুডিও, সিনেমা, সিরিয়াল বা ওই ধরনের কোনও কাজ হচ্ছে না। বর্তমানে নয়ডার ফিল্ম সিটিতে মূলত মিডিয়া হাউসগুলির দাপট। অথচ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্ন হল নয়ডাকে ফিল্ম সিটি করে দ্বিতীয় মুম্বই বানানো।

এই প্রজেক্টের দায়িত্বে থাকা যমুনা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গৌতম বুদ্ধ নগর নয়ডা ফিল্ম সিটিতে কাজ করতে দরপত্র জমা দিয়েছেন বলিউডে বিখ্যাত পরিচালক-প্রযোজক সুভাষ ঘাই, একতা কাপুর। পাশাপাশি আমেরিকা ও আবুধাবির কিছু সংস্থাও নয়ডা ফিল্ম সিটিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করে দরপত্র জমা দিয়েছেন।

আজ, বুধবার সেই দরপত্রে জয়ীদের নাম ঘোষণা করা হবে। নতুন করে তৈরি হতে চলা নয়ডা ফিল্ম সিটিতে সিনেমা স্টুডিও, সিনেমা তৈরির স্কুলের পাশাপাশি থাকবে শপিং মল, অ্যামিউসমেন্ট পার্ক, বহুতল আবাসন।