“Towards a happily ever after with Nikhil Jain”- বিয়ে করলেন নুসরত জাহান, টুইটারে সুখী দাম্পত্যের প্রথম ছবি শেয়ার নায়িকার
কলকাতায় হবে রিসেপশন।
বোদরুম, ২০জুন: এতদিনে চার হাত এক হয়ে গেল। তুরস্কের বোদরুমে হই হই করে সম্পন্ন হল তৃণমূলের গ্ল্যামার গার্ল নুসরত জাহানের (MP Nusrat Jahan) বিয়ে। কলকাতার প্রখ্যাত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে দীর্ঘদিনের প্রেম এবার পরিণতি পেল। সাংসদ নির্বাচিত হওয়ার পরেই নুসরতের বিয়ের খবর প্রকাশ্যে আসে। টলিউডে এই প্রথম ডেস্টিনেশন ওয়েডিং হল, ধুমধামের এই বিয়েতে টলিপাড়া থেকে একমাত্র বান্ধবী মিমি চক্রবর্তীকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। ডিজাইনার সব্যসাচী মুখ্যোপাধ্যায়ের পোশাকে সুন্দরী নুসরত যেন অনন্যা, তালমিলিয়ে বরের বেশে নিখিল জৈনও দারুণ আকর্ষণীয়। লাল ল্যাহেঙ্গা ও সাদা শেরওয়ানিতে বর-কনেকে একেবারে রাজযোটক লাগছে। আরও পড়ুন- নুসরত জাহানের বিয়ে হয়ে গেল, জানুন বসিরহাটের অভিনেত্রী- সাংসদের জমকালো ডেস্টিনেশন ওয়েডিংয়ের জানা অজানা পাঁচ খবর
এই ছবি শেয়ার করেই নুসরত লিখলেন, ‘টুওয়ার্ডস আ হ্যাপিলি এভার আফটার উইথ নিখিল জৈন’। টুইটারে প্রিয়বন্ধু তথা প্রেমিক তথা বর নিখিলকে নিয়ে প্রথম ছবিতে লাল ল্যাহেঙ্গার সঙ্গে মানানসই গয়না ও ফুলের সাজে সুন্দরী নুসরত। তুরস্কের বোদরুমে গতকাল পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করলেন নুসরত। টলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী।
দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল। বিয়ে নিয়েও মনের মতো করে নিজেকে সাজিয়েছেন নুসরত। এক-একটি অনুষ্ঠানের জন্য থিম অনুযায়ী পোশাক বেছেছিলেন নায়িকা। ইয়ট পার্টিতে সামার ফাঙ্ক। মেহেন্দির থিম ছিল বোহেমিয়ান। সঙ্গীতের জন্য ইন্দো-ওয়ের্স্টান পোশাক বেছেছেন নুসরত। বিয়ের পরে রাতের পার্টিতে নায়িকা ফিরে গিয়েছিলেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস। আজই হোয়াইট ওয়েডিং। এরপরই ফিরে আসবেন কলকাতায়, বিয়েতে হয়ত টলিপাড়াকে বলে উঠতে পারেননি। তবে রিসেপশনে জমিয়ে পার্টি দিচ্ছেন। সেখানে সব্বাইকেই দেখা যাবে বলে আশা করছে ওয়াকিবহালমহল। রিসেপশনের কার্ডও পেয়ে গিয়েছেন শুভাকাঙ্খীরা। এদিকে নায়িকা টুইটারে বিয়ের ছবি পোস্ট করতেই অভিনন্দন ও শুভেচ্ছেয় উপচে পড়ে কমেন্টবক্স। এই বিয়ের কারণেই সংসদের প্রথম অধিবেশনে থাকতে পারেননি নায়িকা সাংসদ, তবে পরের অধিবেশনে অবস্যই উপস্থিত থাকবেন। নিখিল জৈন ও নুসরত জাহানের জন্য লেটেস্টলি পরিবারের তরফেও রইল অকুণ্ঠ শুভেচ্ছা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)