Netflix: যে ৩০টা দেশে জলের দরে সাবস্ক্রিপশন চার্জ নামিয়ে দিল নেটফ্লিক্স
একটা সময় স্ট্রিমিং বিনোদন দুনিয়া একচেটিয়া সাম্রাজ্যের মালিক নেটফ্লিক্স এখন বড় ধরনের আর্থিক চাপে।
একটা সময় স্ট্রিমিং বিনোদন দুনিয়া একচেটিয়া সাম্রাজ্যের মালিক নেটফ্লিক্স এখন বড় ধরনের আর্থিক চাপে। প্রাইম ভিডিও থেকে ডিজনি-হুলু, একের পর এক প্রতিযোগীরা যত ভাল করছে, ততই সাবস্ক্রাইবার কমছে নেটফ্লিক্সের। দিন যত যাচ্ছে চাপ বাড়ছে নেটফ্লিক্সের ওপর। আর তাই সাবস্ক্রাইবার বাড়াতে ও ধরে রাখতে সাবস্ক্রিপশন চার্জ কমানোর সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স। এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের ৩০টি-রও বেশী দেশে সাবস্ক্রিপশন চার্জ কমিয়ে দিল মার্কিন এই স্ট্রিমিং জায়েন্ট। বেশ কিছু জায়গায় নেটফ্লিক্সের সাবস্ক্রিপন চার্জ কমল ৫০-৭০%।
ইরান, ইয়েমন, জর্ডন, লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি কেনিয়ার মত সাহারা আফ্রিকান অঞ্চলে কমানো হল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন চার্জ। পাশাপাশি ইউরোপের তিন দেশ-ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং বুলগেরিয়াতেও সাবস্ক্রিপশন চার্জ কমানো হল।
দেখুন টুইট
এক লাফে ভারতেও অনেকটা কমিয়ে মাসে ১৯৯ টাকা সাবস্ক্রিপশন চার্জ করছে নেটফ্লিক্স। আগামী দিনে শেয়ারিং পাসওয়ার্ড পুরোপুরি বন্ধ ও বিজ্ঞাপন সহ ভিডিয়ো দেখার অপশন আনতে চলেছে নেটফ্লিক্স।