IPL Auction 2025 Live

Netflix: যে ৩০টা দেশে জলের দরে সাবস্ক্রিপশন চার্জ নামিয়ে দিল নেটফ্লিক্স

একটা সময় স্ট্রিমিং বিনোদন দুনিয়া একচেটিয়া সাম্রাজ্যের মালিক নেটফ্লিক্স এখন বড় ধরনের আর্থিক চাপে।

Netflix (Photo Credit: Twitter)

একটা সময় স্ট্রিমিং বিনোদন দুনিয়া একচেটিয়া সাম্রাজ্যের মালিক নেটফ্লিক্স এখন বড় ধরনের আর্থিক চাপে। প্রাইম ভিডিও থেকে ডিজনি-হুলু, একের পর এক প্রতিযোগীরা যত ভাল করছে, ততই সাবস্ক্রাইবার কমছে নেটফ্লিক্সের। দিন যত যাচ্ছে চাপ বাড়ছে নেটফ্লিক্সের ওপর। আর তাই সাবস্ক্রাইবার বাড়াতে ও ধরে রাখতে সাবস্ক্রিপশন চার্জ কমানোর সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স। এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের ৩০টি-রও বেশী দেশে সাবস্ক্রিপশন চার্জ কমিয়ে দিল মার্কিন এই স্ট্রিমিং জায়েন্ট। বেশ কিছু জায়গায় নেটফ্লিক্সের সাবস্ক্রিপন চার্জ কমল ৫০-৭০%।

ইরান, ইয়েমন, জর্ডন, লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি কেনিয়ার মত সাহারা আফ্রিকান অঞ্চলে কমানো হল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন চার্জ। পাশাপাশি ইউরোপের তিন দেশ-ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং বুলগেরিয়াতেও সাবস্ক্রিপশন চার্জ কমানো হল।

দেখুন টুইট

এক লাফে ভারতেও অনেকটা কমিয়ে মাসে ১৯৯ টাকা সাবস্ক্রিপশন চার্জ করছে নেটফ্লিক্স। আগামী দিনে শেয়ারিং পাসওয়ার্ড পুরোপুরি বন্ধ ও বিজ্ঞাপন সহ ভিডিয়ো দেখার অপশন আনতে চলেছে নেটফ্লিক্স।