Naga Chaitanya: সামান্থার সঙ্গে নাগার বিচ্ছেদের কারণ কে? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
সম্প্রতি হায়দরাবাদের জুবিলি হিলসে নতুন বাড়ি কেনেন নাগা চৈতন্য। বর্তমানে সেই বাড়ির কাজ চলছে। নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা একসঙ্গে জুবিলি হিলসের বাড়ি পরিদর্শনে যান বলে খবর।
হায়দরাবাদ, ২১ জুন: সবিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সঙ্গে ডেট করছেন নাগা চৈতন্য (Naga Chaitanya)। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। জানা যাচ্ছে, সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর এবার সবিতা ধুলিপালার সঙ্গে নাকি ডেট করছেন নাগা চৈতন্য। যদিও নাগা চৈতন্য বা সবিতা ধুলিপালা এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।
সম্প্রতি হায়দরাবাদের জুবিলি হিলসে নতুন বাড়ি কেনেন নাগা চৈতন্য। বর্তমানে সেই বাড়ির কাজ চলছে। নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা একসঙ্গে জুবিলি হিলসের বাড়ি পরিদর্শনে যান বলে খবর। দুজনকে একই গাড়িতেও দেখা যায়। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়।
আরও পড়ুন: Amitabh Bachchan-Shah Rukh Khan: আসছে 'ডন থ্রি', জুটি বাঁধছেন শাহরুখ-অমিতাভ: রিপোর্ট
শোনা যাচ্ছে, সবিতা ধুলিপালার সঙ্গে নাগার সম্পর্কের জেরেই নাকি সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়ে যায়। ২০২১ সালের অক্টোবর মাসে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সামান্থা রুথ প্রভুর।