Samantha Ruth Prabhu (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ মে: এ যেন একেবারে অন্য সামান্থা (Samantha Ruth Prabhu)। হট অবতারে অভিনেত্রী। যেখানে বডি হাগিং গাউনে দেখা যায় সামান্থা রুথ প্রভুকে। যে পোশাকের শতছিদ্র দিয়ে নায়িকার শরীরে ঝলক বাইরে  আসতে শুরু করে। ক্যামেরার সামনে থেকে সমান্থা যখন পোজ় না দিয়েই সরে যান, সেই সময় তাঁকে ফের ফিরতে হয় পাপারাৎজ়ির ডাকে। যেখানে সামান্থাকে পাপারাৎজ়ি ডাকলে, তিনি বাধ্য হয়ে ফের ক্যামেরার সামনে হাজির হন এবং হাসি মুখে ছবি তোলেন। সামান্থা রুথ প্রভুর এই নয়া অবতার প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

দেখুন সামান্থা রুথ প্রভুর নয়া অবতার...

 

 

View this post on Instagram

 

নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর সামান্থাকে নিজের জীবন একাই কাটাতে দেখা যায়। বিজ্ঞাপন থেকে সিনেমা, নিজেকে সব সময় ব্যস্ত রেখেছেন সামান্থা। নাগা চৈতন্য যখন শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন, সেই সময়ও সামান্থাকে দেখা যায় নিজেকে অত্যন্ত সুনিপুণভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে। যা দেখে সামান্থার অনুরাগীরা তাঁকে মনের জোর যোগান অহরহ।

আরও পড়ুন: Samantha Ruth Pabhu With Her Rumoured Boyfriend: নাগা সুখী শোভিতাকে নিয়ে, সামান্থার জীবনেও হাজির নতুন প্রেম, পোস্ট করলেন বিশেষ বন্ধুর ছবি

অন্যদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি সামান্থা নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। রাজ নিধিমরুর (Raj Nidimoru) সঙ্গে সামান্থা সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। তবে সামান্থা বা রাজ নিধিমরুর তরফে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য শোনা যাযনি। সামান্থা এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, রাজ নিধিমরুর সঙ্গে তাঁর দু, একটি ছবি যখন প্রকাশ্যে আসে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।

রিপোর্টে প্রকাশ, এই মুহূর্তে সামান্থা দ্বিতীয়বার বিয়ে করতে চাইছেন না। তবে রাজ নিধিমরুর সঙ্গে নায়িকা একত্রবাস করতে পারেন বলে শোনা যায়। ফলে রাজ নিধিমরু এবং সামান্থা নিজেদের থাকার জন্য জায়গা খুঁজছেন বলেও জানা যায়।