Pathaan: ভূ স্বর্গে শাহরুখ ক্রেজ, টানা চার দিন শ্রীনগরের মাল্টিপ্লেক্সে হাউসফুল পাঠান শো
ভূ স্বর্গেও পাঠান জ্বর। দীর্ঘ ৩২ বছর পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় খুলেছে সিনেমা হল। গত সেপ্টেম্বর থেকে শ্রীনগরে ৩২ বছর সিনেমা হল, মাল্টিপ্লেক্সে বসে দেখা যাচ্ছে সিনেমা।
ভূ স্বর্গেও পাঠান জ্বর। দীর্ঘ ৩২ বছর পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় খুলেছে সিনেমা হল। গত সেপ্টেম্বর থেকে শ্রীনগরে ৩২ বছর সিনেমা হল, মাল্টিপ্লেক্সে বসে দেখা যাচ্ছে সিনেমা। আর শাহরুখ খানের পাঠান ঝড় ভূ-স্বর্গে। বৃহস্পতিবার শ্রীনগরে পাঠান রিলিজ হওয়ার পর, গত চারদিন ধরে শ্রীনগরের মাল্টিপ্লেক্সে চারটি শো-ই একেবারে হাউসফুল। অনেকে পাঠান দেখতে এসে ফিরেও যাচ্ছেন।
শ্রীনগরের মাল্টিপ্লেক্সে একদিন পাঠানের টিকিট কাউন্টারে দেখা যাচ্ছে হাউস ফুল বোর্ড লেখা। অগ্রিম বুকিংয়ের জন্যও লাইন।
দেখুন টুইট
শাহরুখের ভক্ত আসুমদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকায়। জম্মু-কাশ্মীরে পাঠানের মহাসাফল্য সেটা আবার প্রমাণ করছে।