Miss Universe 2021 Harnaaz Sandhu: এই প্রশ্নের উত্তর দিয়েই মিস ইউনিভার্সের মুকুট পরেন ভারতের হারনাজ সান্ধু, দেখুন ভিডিয়ো
হারনাজ বলেন, নিজের উপর থেকে আস্থা কখনও হারিয়ে ফেলা যাবে না। আপনি সেরা। নিজের উপর এই আস্থা এবং বিশ্বাস রাখতে হবে সব সময়। আপনিই শ্রেষ্ঠ এবং আপনার মধ্যে সবকিছু জয়ের ক্ষমতা আছে বলে বিশ্বাস করতে হবে।
মুম্বই, ১৩ ডিসেম্বর: পাঞ্জাবের হারনাজ সান্ধু জিতলেন মিস ইউনিভার্সের (Miss Universe 2021) খেতাব। হারনাজ সান্ধু মিস ইউনিভার্সের খেতাব জয়ের পর তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন দেশের মানুষ। ২১ বছর বয়সী হারনাজ যেভাবে মিস প্যারাগুয়ে এবং মিস দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে বিশ্বজয়ীর মুকুট পরেন, তা দেখে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। শেষ রাউন্ড কোন প্রশ্নের উত্তর দিয়ে হারনাজ সান্ধু (Harnaaz Sandhu) মিস ইউনিভার্সের মুকুট পরেন, জানেন? দেখুন হারনাজের সেই ভিডিয়ো...
বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হল যুব সমাজ কেন নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে? যার উত্তরে হারনাজ বলেন, নিজের উপর থেকে আস্থা কখনও হারিয়ে ফেলা যাবে না। আপনি সেরা। নিজের উপর এই আস্থা এবং বিশ্বাস রাখতে হবে সব সময়। আপনিই শ্রেষ্ঠ এবং আপনার মধ্যে সবকিছু জয়ের ক্ষমতা আছে বলে বিশ্বাস করতে হবে। পাশাপাশি গোটা পৃথিবীতে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেসব নিয়ে আপনাকে আলোচনা করতে হবে বলে উত্তর দেন হারনাজ। ভারতীয় কন্যার ওই উত্তর এবং বিশ্বের দরবারে তাঁর আত্মবিশ্বাস দেখে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।
আরও পড়ুন: Miss Universe 2021 Harnaaz Sandhu: মিস ইউনিভার্স হারনাজ সান্ধু, কে এই সুন্দরী জেনে নিন
এই প্রশ্নের উত্তর দিয়েই হারনাজ শেষ রাউন্ডে সবার চেয়ে এগিয়ে যান এবং বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেন।
আরও পড়ুন: Miss Universe 2021: হারনাজ সান্ধুকে ভালবাসায় ভরালেন প্রিয়াঙ্কা, লারা
২১ বছর বয়সী হারনাজের মিস ইউনিভার্সের খেতাব জয়ের পর তাঁকে ভালবাসা এবং শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Dutta), লারা দত্তরা (Lara Dutta)। ২১ বছরের অপেক্ষা শেষ হল বলে হারনাজকে শুভেচ্ছা জানান লারা দত্ত। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়াও হারনাজকে শুভেচ্ছা জানান নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে।