Mirzapur 3: মির্জাপুরের তৃতীয় সিজন নিয়ে বড় কথা ফাঁস করে কী বললেন পঙ্কজ ত্রিপাঠি
দেশের অন্যতম বড় হিট ওয়েব সিরিজ 'মির্জাপুর' (Mirzapur)-এর পরবর্তী সিজন রিলিজ করতে চলেছে জুলাইয়ের গোড়ায়। আগামী ৫ জুলাই থেকে 'মির্জাপুর ৩'(Mirzapur 3)-র স্ট্রিমিং শুরু হতে চলেছে অ্যামজন প্রাইম ভিডিয়োয়।
মুম্বই, ২২ জুন: দেশের অন্যতম বড় হিট ওয়েব সিরিজ 'মির্জাপুর' (Mirzapur)-এর পরবর্তী সিজন রিলিজ করতে চলেছে জুলাইয়ের গোড়ায়। আগামী ৫ জুলাই থেকে 'মির্জাপুর ৩'(Mirzapur 3)-র স্ট্রিমিং শুরু হতে চলেছে অ্যামজন প্রাইম ভিডিয়োয়। আর এই শো নিয়ে বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করল প্রাইম ভিডিয়ো। মির্জাপুরের প্রথম সিজনে দেখানো হয়েছিল, কীভাবে কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি) গুণ্ডামি, গায়ের জোর, একের পর এক অন্যায় করে গোটা মির্জাপুরকে তার দখলে রেখেছিলেন। কালিন ভাইয়ার অন্য়ায়ের প্রতিবাদে লড়াইয়ের মরিয়া চেষ্টা করে দুই ভাই- বাবলু পন্ডিত (বিক্রান্ত মাসি) ও গুড্ডু পন্ডিত (আলি ফজল )। দ্বিতীয়ে সিজনে কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি-র উত্থান ও গুড্ডু পন্ডিতের প্রত্যাবর্তনের লড়াই দেখানো হয়েছিল।
এবার তৃতীয় সিজনে কী থাকবে? এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবে খুব বেশী মুখ খুললেন না ছবির পরিচালক গুরমিত সিং। সিজন টু-এর শেষের দেখানো হয়েছিল কালিন ভাইয়া গুলি লেগে গুরতর জখম হয়েছেন। তৃতীয় সিজনে তাঁর ভূমিকা কতটা থাকছে? এই বিষয়ে সিরিজের 'ইউএসপি'পঙ্কজ ত্রিপাঠির উত্তর, চিত্রনাট্য আর জীবন-দুটোই পুরোপুরি অনিশ্চিত। তাই এখন নিশ্চিতভাবে কিছুই বলতে পারব না।"
দেখুন ভিডিয়ো
'মির্জাপুর সিজন থ্রি-র ট্রেলরে দেখানো হয়েছে, এবার গুড্ডু পন্ডিত এলাকার সবচেয়ে বড় ত্রাস হয়ে উঠেছে। সিজন থ্রি-তে গুড্ডু পন্ডিত (আলি ফজল) ছাড়াও বিশেষ গুরুত্ব থাকছে বীণা ত্রিপাঠি (রাসিকা দুগ্গল), মাধুরী ত্রিপাঠি (ইশা তালওয়ার), গজগামিনী গুপ্তা (শ্বেতা ত্রিপাঠি), আর অবশ্যই কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি )। ট্রেলরেই বোঝা যাচ্ছে, মির্জাপুর ৩ আগের দুটি সিজনের চেয়ে অনেক বেশী মারামারি, রক্তাক্ত, ও রুদ্ধশ্বাস হতে চলেছে। সিরিজের থিম- পূর্বাঞ্চল দখল। মুখোমুখি গুড্ডু পন্ডিত ও মাধুরী ত্রিপাঠি (কালিন ভাইয়ার বিধবা বৌমা)।
দেখুন মির্জাপুর ৩-এর ট্রেলার
২০১৮ সালে প্রথমবার মির্জাপুর-এর স্ট্রিমিং হয়েছিল প্রাইম ভিডিয়োয়। এরপর ২০২০ সালে মির্জাপুর সিজন ২- মুক্তি পায়। করোনা কালে জনপ্রিয়তার বিচারে ভারতের এক নম্বর ওয়েব সিরিজের তকমা পায় 'মির্জাপুর'। এই সিরিজের সৌজন্যে পঙ্কজ ত্রিপাঠি বলিউডে নিজের জমি শক্ত করতে পারেন। পঞ্চায়েত, মির্জাপুর আর ফ্যামিলি ম্যান-এই তিনটি ওয়েব সিরিজের সৌজন্যে অ্যামজনের ওটিটি প্ল্যাটফর্ম 'প্রাইম ভিডিয়ো'দেশের বিনোদনপ্রেমী মানুষদের হৃদয়ে জায়গা করে নেয়। ক দিন আগেই পঞ্চায়েত-এর তৃতীয় সিজনের রিলিজের পর দেশজুড়ে শো-টিকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছিল।