Mahalaya 2022: মহালয়ার ভোরে দেবী সিংহবাহিনীর রূপের লীলা জি বাংলার পর্দায়, দূর্গতিনাশিনীর ভূমিকায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (দেখুন প্রোমো ভিডিও)
জি বাংলার পর্দায় দূর্গারূপে ধরা দেবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় , আসছে দেবী সিংহবাহিনীর রূপের লীলা - 'সিংহবাহিনী ত্রিনয়নী'।
চারিদিকে পুজো পুজো (Durga Puja 2022) গন্ধ। আশ্বিনের 'শারদ প্রাতে' আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। মহালয়ার (Mahalaya) দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর (Mahishasuramardini) শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে মহালয়া মানেই শুধু রেডিও-তে শোনা তেমনটা নয়। টেলিভিশনের দর্শক প্রতি বছর অপেক্ষা করে থাকেন ‘মহালয়া’ দেখার জন্য। দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা তা নিয়ে। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক।ইতিমধ্যেই স্টার জলসা ও কালার্স বাংলা চ্যানেল প্রকাশ করে দিয়েছে মহালয়ার অনুষ্ঠানের প্রোমো। তবে জল্পনা সত্যি করে এবছরও জি বাংলার পর্দায় দূর্গারূপে ধরা দেবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আসছে দেবী সিংহবাহিনীর রূপের লীলা - 'সিংহবাহিনী ত্রিনয়নী'। ইতিমধ্যে চ্যানেল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্ঠানের প্রোমো। সেখানেই মহিষাসুরমর্দিনীর সঙ্গেই দেখা যাবে দেবীর অন্যান্য রূপের ছটা।