Dussehra 2023: বিজয়া দশমীতে লাল শাড়িতে ধরা দিলেন বলি তারকা ক্যাটরিনা, দেখুন ছবি

বিজয়া দশমী উদযাপন মেতেছেন বলি তারকারা, সুন্দরী তারকা ক্যাটরিনা কাইফও আজ নিজেকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলেছেন।

Katrina Kaif (Photo Credit: Instagram)

আজ বিজয়া দশমী। নবরাত্রি ও শারদীয়া উৎসবের শেষ দিন। দশেরা উদযাপন মেতেছেন অনেক বলি তারকারা, সুন্দরী তারকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) নিজেকে আকর্ষণীয় সাঁজে সাজিয়ে তুলেছেন। পাশাপাশি ক্যাটরিনা তাঁর ভক্ত ও অনুরাগীদের বিজয়াদশমীর শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাটরিনা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেল বিজয়া দশমীর একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। ছবিটিতে ক্যাটরিনাকে লাল শাড়িতে একটি লাল রঙের ফুল হাতা ব্লাউজে দেখা যাচ্ছে। লাল রঙের শাড়িতে তাঁকে খুব গ্ল্যামারস দেখাচ্ছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাঁর ভক্ত ও অনুরাগীরা ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)