Kareena Kapoor Khan: মালাইকার সঙ্গে করিনার পার্টি, আমূল পালটে গেলেন অভিনেত্রী

করোনার দ্বিতীয় ঢেউ থাবা বসানোর পর দীর্ঘ ২ মাস পর কাছের বন্ধুদের নিয়ে পার্টি করছেন বলে জানান বেবো।

করিনার পার্টি,ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৯ জুন: নিজের বাড়িতে পার্টির আয়োজন করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। প্রিয় বান্ধবী মালাইকা অরোরা (Malaika Arora), অমৃতা অরোরা, অর্জুন কাপুরদের নিয়ে পার্টিতে মেতে ওঠেন করিনা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করিনা যখন সেই ছবি শেয়ার করেন, তাঁর অনুরাগীরা আপ্লুত হয়ে যান। করিনার পাশাপাশি অমৃতা অরোরাও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুক্রবার মাঝরাতের পার্টির কয়েক ঝলক শেয়ার করেন।

 

 

View this post on Instagram

 

করোনার দ্বিতীয় ঢেউ থাবা (Corona Second Wave) বসানোর পর দীর্ঘ ২ মাস পর কাছের বন্ধুদের নিয়ে পার্টি করছেন বলে জানান বেবো। পার্টির পর করিনার বাড়ি থেকে অর্জুন যখন মালাইকা অরোরাকে নিয়ে বের হন, সেই ছবিও উঠে আসে সংবাদ মাধ্যমের পাতায়। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ থেকে মাঝরাতেও রেহাই পাননি অর্জুন কাপুর (Arjun Kapoor),মালাইকা অরোরা।

আরও পড়ুন: Coronavirus Third Wave: 'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ভারতে আছড়ে পড়তে পারে ৬-৮ সপ্তাহের মধ্যে'

এদিকে দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর এখনও পর্যন্ত তাকে প্রকাশ্যে আনেননি করিনা, সইফ (Saif Ali Khan)। দ্বিতীয় সন্তানের নামও প্রকাশ করেননি তাঁরা। তৈমুরের মতো যাতে তার ভাইকে নিয়ে আর কোনও বিতর্ক না হয়, তার জন্যই সইফ,করিনার ওই সিদ্ধান্ত বলে জানা যায়।