Navratri 2023: নবরাত্রির চতুর্থ দিনে নীল রঙে সাজলেন কাজল, দেখুন ছবি

নবরাত্রির চতুর্থ দিনে নিয়মানুসারে পরতে হয় নীল রঙের পোশাক।

Kajol stuns in blue saree (Photo Credit: Instagram)

মুম্বই: নবরাত্রির চতুর্থ দিনে আবারও নিয়ম মেনে নীল রঙে সাজলেন বলি তারকা কাজল (Bollywood Actress Kajol)। নবরাত্রির চতুর্থ দিনে নিয়মানুসারে পরতে হয় নীল রঙের পোশাক। নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পুজো করা হয়। দেবী কুষ্মাণ্ডাকে মহাবিশ্বের আদি শক্তি বলে মনে করা হয়। তাঁকে সন্তুষ্ট করতে চতুর্থীর দিন নীল রঙের পোশাক পরা হয়। নবরাত্রির চতুর্থ দিন উদযাপনে বলি সুন্দরী কাজল নীল রঙে নিজেকে সাজিয়ে তুলেছেন। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেই ছবি শেয়ার করেছেন, ছবিতে কাজলকে নীল রঙের শাড়িতে মোহময়ী দেখাচ্ছে। ছবিটিতে কাজলের ভক্ত ও অনুরাগীরা ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)