Devara: প্রেক্ষাগৃহে দেবারা দেখতে এসে অঘটন, মৃত্যু হল জুনিয়র এনটিআর ভক্তের
আচমকাই প্রেক্ষাগৃহের মধ্যে লুটিয়ে পড়েন ভালি। মেঝেতে পরেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা তাঁকে প্রেক্ষাগৃহ থেকে বের করে এনে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
শুক্রবার ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগ্রহে মুক্তি পেয়েছে দেবারাঃ পার্ট ১ (Devara: Part 1)। জুনিয়র এনটিআর (Jr NTR), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত দক্ষিণী ছবি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়। তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং কন্নড়। মুক্তির পর থেকেই ঝেপে ব্যবসা করছে দেবারা। তবে ছবি মুক্তির প্রথম দিনেই ঘটে গেল এক অঘটন। প্রেক্ষাগৃহে 'ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখতে এসে প্রাণ গেল এক এনটিআর ভক্তের।
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কাপাডায় শুক্রবার বন্ধুদের সঙ্গে পছন্দের তারকা জুনিয়র এনটিআরের ছবি 'দেবারাঃ পার্ট ১' (Devara) দেখতে যান মস্তান ভালি নামের ওই ভক্ত। পর্দায় জমাটি দৃশ্য চলছে, প্রেক্ষাগৃহের মধ্যে উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। বাকিদের মত ভালিও এনটিআর-এর জন্যে গলা ফাটাচ্ছেন উচ্ছ্বাসে। ছবি উপভোগ করছেন। এমন সময়ে আচমকাই প্রেক্ষাগৃহের মধ্যে লুটিয়ে পড়েন ভালি। মেঝেতে পরেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা তাঁকে প্রেক্ষাগৃহ থেকে বের করে এনে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হল না। চিকিৎসকেরা ব্যক্তিকে মৃত বলে জানিয়ে দেন।
দেবারা দেখতে এসে অঘটন...
সিনেমা দেখতে গিয়ে ঘরের ছেলের এমন পরিণতি নেমে নিতে পারছে না মৃতের পরিবার। কান্নায় ভেঙে পড়েছে সকলে। একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য বলছে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছে এনটিআর ভক্ত মস্তান ভালির।
অন্যদিকে দেবারার হাত ধরেই দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক করলেন সইফ এবং জাহ্নবী।