Ivanka Trump: আম্বানীর অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি তুলে ধরে নজর কাড়লেন ট্রাম্পকন্যা
কয়েক বছর আগে ভারত সফরে এসে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম (Donald Trump) স্বামী বিবেকানন্দের নাম নিতে গিয়ে আটকে গিয়েছিলেন। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। তবে বাবার থেকে খানিকটা আলাদা যে তিনি, তা আনন্দ-রাধিকার (Anant Ambani and Radhika Merchant’s pre wedding) প্রাক বিবাহ অনুষ্ঠানে এসে বুঝিয়ে দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প (Ivanka Trump)।
শুক্রবার জামনগরে আম্বানীদের অনুষ্ঠানে যেখানে ভারতীয় তারকারা ওয়েস্টার্ন পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত, সেখানে শাড়ি পরে আলাদা করে নজর কাড়লেন ইভাঙ্কা ট্রাম্প। এমনকী তাঁর স্বামী জারেড কুশনার (Jared Kushner) পরেছিলেন ট্রাডিশ্যনাল স্যুট। আম্বানীর অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প।
প্রসঙ্গত, জামনগরে অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং ইভেন্টে গালা পারফর্মেন্স ছিল পপস্টার রিহানার। সেই শো দেখতে বিখ্যাত মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিনোদন দুনিয়া তো বটেই, দেশ বিদেশের বিভিন্ন নামী মানুষ এদিন যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। সেই সমস্ত ছবি, ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।