Nusrat Jahan: বিতর্ক চড়বে চরমে! সলমনের বিগ বসে যাচ্ছেন নুসরত জাহান? গুঞ্জন
ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ হয়ে যায় নুসরত জাহানের। নিখিলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। নুসরত, যশের সম্পর্ক নিয়ে কম সমালোচনা হয়নি।
কলকাতা, ২ সেপ্টেম্বর: এবার বিগ বসের (Bigg Boss) ঘরে যাচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan) । এমনই একটি খবর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। টলিউড পেরিয়ে বলিউডের দিকে পা বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অভিনেত্রী। সলমন খানের হাত ধরেই বলিউডে 'এন্ট্রি' নেবেন অভিনেত্রী। টলিউডে (Tollywood) কান পাতলে এমন খবর শোনা যাচ্ছে। তবে নুসরত জাহান এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। জানা যাচ্ছে, বিগ বসের নির্মাতাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে বসিরহাটের সাংসদের। পারিশ্রমিক নিয়ে কথা চলছে। নুসরত বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটলেও, জোর শোরগোল শুরু হয়েছে।
ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ হয়ে যায় নুসরত জাহানের। নিখিলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। নুসরত, যশের সম্পর্ক নিয়ে কম সমালোচনা হয়নি।
আরও পড়ুন: Aishwarya Rai's Doppelganger: ঐশ্বর্য না নায়িকার 'হমশকল', অন্তর্জালে ঝড় তুলছেন এই তরুণী
তবে অভিনেত্রী কোনও বিষয়কেই গুরুত্ব দেননি। বিস্তর বিতর্কের মাঝে যশের সঙ্গে সম্পর্ক তো বটেই, জন্ম দিয়েছেন পুত্র ঈশানের। এবার দেখা যায়, টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শেষ পর্যন্ত সলমনের বিগ বসে প্রবেশ করেন কি না।