International Jazz Day 2024: আজ, ৩০ এপ্রিল, আন্তর্জাতিক জ্যাজ দিবস, জেনে নিন এই দিনের ইতিহাস ও গুরুত্ব...

প্রতি বছর ৩০ এপ্রিল বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক জ্যাজ দিবস। জাতিসংঘ ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস হল আন্তর্জাতিক জ্যাজ দিবস। এই দিনে সঙ্গীতপ্রেমীরা একত্রিত হয়ে শান্তি, ঐক্য এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপের প্রচার করে। ২০২৪ সালের ৩০ এপ্রিল ১৯০ টিরও বেশি দেশে পালন করা হবে আন্তর্জাতিক জ্যাজ দিবস। এই বছর আন্তর্জাতিক জ্যাজ দিবসের বৈশ্বিক আয়োজক মরক্কোর টাঙ্গিয়া শহর। এই প্রথম আন্তর্জাতিক জ্যাজ দিবসের আয়োজন করেছে আফ্রিকা মহাদেশের একটি শহর।

আন্তর্জাতিক জ্যাজ দিবস পালন করা শুরু হয় ২০১১ সালের নভেম্বরে, যখন ৩০ এপ্রিলকে জ্যাজ দিবস হিসেবে ঘোষণা করেছিল ইউনেস্কো। এদিন ইউনেস্কোর মহাপরিচালক সহ প্রখ্যাত সংগীতশিল্পী, পিয়ানোবাদক পরিচালনা করেন অনুষ্ঠানটি। এই সঙ্গীত শিক্ষার সবচেয়ে বড় যন্ত্র হল স্যাক্সোফোন। জ্যাজ হল এক ধরনের মত প্রকাশ বা স্বাধীন মত প্রকাশের একটি মাধ্যম। জ্যাজ বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করে। শান্তি ও ঐক্যের প্রচার করে জ্যাজ।

আন্তর্জাতিক জ্যাজ দিবস উপলক্ষে অল-স্টার গ্লোবাল কনসার্টের সঙ্গে ইউনেস্কো জ্যাম সেশন, মিউজিক ক্লিনিক, কনসার্ট সহ বিভিন্ন ক্রিয়াকলাপের আয়োজন করা হয় বিশ্বের বিভিন্ন জায়গায়। লুই আর্মস্ট্রং, ডিউক এলিংটন, বেনি গুডম্যান ইত্যাদির মতো মহান জ্যাজ সঙ্গীতজ্ঞদের শোনা হল ঘরে বসে আন্তর্জাতিক জ্যাজ দিবস পালন করার সবচেয়ে ভালো উপায়। আন্তর্জাতিক জ্যাজ দিবস উপলক্ষে জ্যাজ শিল্পকে প্রচার করতে এবং বিশ্বের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করা উচিত সকলের।