Olivia Rodrigo's Video: অনুষ্ঠানের মাঝে বিপত্তি, মঞ্চে প্রায় খুলে পড়ল গায়িকার অন্তর্বাস; দেখুন ভিডিয়ো
লন্ডনে অনুষ্ঠানের মাঝে বিপত্তি ঘটল গায়িকা অলিভিয়া রডরিগোর (Olivia Rodrigo)। লন্ডনে একটি অনুষ্ঠানের সময় অলিভার রডরিগোর অন্তর্বাস প্রায় খুলে পড়ার মত পরিস্থিতি হয়। উদ্ভুদ পরিস্থিতি সামাল দিতে অলিভিয়ার কাছে হাজির হন সেখানে হাজির ব্যাকআপ ডান্সার। তিনি কোনওভাবে পরিস্থিতি সামাল দিয়ে মঞ্চের উপরেই অলিভিয়ার অন্তর্বাস ঠিক করে দেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
দেখুন...