Angelina Jolie Son: বাইক দুর্ঘটনায় প্রাণরক্ষা, বিপদ কাটিয়ে আইসিইউ থেকে বেরলেন অ্যাঞ্জেলিনা জোলির ছেলে

রাস্তার মোড় ঘোরার সময় অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় প্যাক্সের বাইক। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন প্যাক্স। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আইসিইউ-তে চলে চিকিৎসা।

Angelina Jolie Son Pax released from ICU (Photo Credits: X)

ভনায়ক বাইক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) এবং ব্র্যাড পিটের (Brad Pitt) ছেলে প্যাক্স জোলি পিট। দুর্ঘটনার পর কয়েকদিন হাসপাতালের আইসিইউ-তে থেকে চিকিৎসা চলছিল প্যাক্সের। অবশেষ আইসিইউ ছেড়ে ছাড়া পেলেন অ্যাঞ্জেলিনা ছেলে। তবে এখনও পুরোপুরি সুস্থ হতে অনেকটা সময় লাগবে প্যাক্স। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র মারফত এই খবর সামনে এসেছে।

গত ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার মুখোমুখি হন বছর কুড়ির প্যাক্স। তাঁর বৈদ্যুতিক বাইকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার মোড় ঘোরার সময় অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় প্যাক্সের বাইক। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন প্যাক্স। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আইসিইউ-তে চলে চিকিৎসা। পুলিশ পরবর্তীকালে প্রকাশ করেছে, দুর্ঘটনার সময়ে প্যাক্সের মাথায় হেলমেট ছিল না।

এই কঠিন সময়ে ছেলের পাশে সর্বক্ষণ ছিলেন মা তথা ৪৯ বছর বয়সী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নিত্য প্যাক্সকে হাসপাতালে দেখতেও যেতেন তাঁর ভাই বোনেরা। ২০১৪ সালে তৃতীয়বার অভিনেতা ব্র্যাড পিটকে বিবাহ করেন জোলি। তবে বিয়ের দুবছরের মধ্যে বিচ্ছেদের আবেদন জানান অভিনেত্রী। ২০১৯ সালে অ্যাঞ্জেলিনা এবং ব্রাডের আইনি বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয় ঠিকই কিন্তু সন্তানদের নিয়ে হলিউডের প্রাক্তন দম্পতির মধ্যে আইনি লড়াই এখনও চলছে। প্রাক্তন দম্পতির ছয় সন্তান রয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে তাঁরা দত্তক নিয়েছিলেন। ম্যাডক্স (২২), প্যাক্স (২০) এবং জাহারা (১৯) জোলি এবং পিটের দত্তক নেওয়া সন্তান। শিলো (১৮) এবং যমজ নক্স এবং ভিভিয়েন (১৬) প্রাক্তন দম্পতির নিজের সন্তান।