Haami 2: হাওয়ায় উড়ল হামি-২ এর ঘুড়ি, ছোটবেলায় ফিরে গেলেন নন্দিতা, শিবপ্রসাদ, গার্গী (দেখুন ভিডিও)

বিশ্বকর্মা পুজোর প্রযোজনা সংস্থার তরফে ৫০০টি ঘুড়ি বানানো হয়। সাদা কাগজের তৈরি এই ঘুড়িতে লেখা 'হামি ২ ঘুড়ি'।

Photo Credit_Facebook

শনিবার বিশ্বকর্মা পুজোর দিন উইনডোজ প্রোডাকশনের তরফে আয়োজিত ঘুড়ি উৎসবে সামনে আনা হল হামি-২ এর তিন ক্ষুদে তারকাকে। এরা হল ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা এবং অরিত্রিকা চৌধুরী। সংস্থার তরফে একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয় 'ছেড়ে যাবে সব দুঃখ, কষ্ট, ফ্লু... কারণ এই ডিসেম্বরে আসছে হামি ২!

 

View this post on Instagram

 

A post shared by Gargee RoyChowdhury (@roychowdhurygargee)

বিশ্বকর্মা পুজোর  প্রযোজনা সংস্থার তরফে ৫০০টি ঘুড়ি বানানো হয়। সাদা কাগজের তৈরি এই ঘুড়িতে লেখা 'হামি ২ ঘুড়ি'। বিশ্বকর্মা পুজোর দিন শহরের বিভিন্ন প্রান্তে এই ঘুড়ি ওড়ানোর ব্যবস্থা করা হয়।

গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায়ের (Nandita Roy) সঙ্গে ঘুড়ির সুতোয় টান দিলেন তাঁরাও। সবুজ শাড়িকে ঝলমলে গার্গী, ঘুড়ির সুতো হাতে যেন ফিরে পেলেন ছোটবেলা। আকাশে 'হামি ২' ঘুড়ি দেখে উচ্ছসিত নন্দিতাও। নিজেই লাটাই হাতে মিশে গেলেন খুদেদের সঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Windows Production (@windowsproduction)