Ambani Wedding Reception: আম্বানিদের রবিবাসরীয় বিয়ের আসরে তামান্নাদের সঙ্গে নুসরত জাহান, দেখুন ভিডিয়ো
রবিবার আম্বানিদের বিয়ের আসর জমজমাট। গত দু তিন দিনের মত ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অন্তত আম্বানি ও রাধিকা মার্চেন্ট আম্বানির বিয়েতে আজও চাঁদের হাট।
রবিবার আম্বানিদের (Ambani Weeding Reception) বিয়ের আসর জমজমাট। গত দু তিন দিনের মত ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র ছেলে অন্তত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট আম্বানির (Radhika Merchant Ambani) বিয়েতে আজও চাঁদের হাট। আজ, রবিবারের আম্বানিদের রিসেপশনে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশান সেন্টার দেখা গেল সানি দেওল, ববি দেওল, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুভাষ ঘাই, রবি কিষাণ, রাজকুমার রাও, পত্রলেখা-দের। টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)-কেও দেখা গেল হাইপ্রোফাইল এই বিয়ের আসরে।
টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতের তারকা ক্রিকেটার সস্ত্রীক রবীন্দ্রা জাদেজাও এলেন বিয়ের আসরে। বিশ্বকাপজয়ী দলের সদস্য আর্শদীপ সিংকেও দেখা গেল আম্বানিদের বিয়ের অতিথি হিসেবে। গতকাল, শনিবার আম্বানিদের বিয়েতে হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান, জন সেনা, কিম ও খোলে কার্দাশিয়ান, জাস্টিন বিবার-রা। বিয়ের আসরে বর-কনেকে আশীর্বাদ দিতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুম্বইয়ে আম্বানিদের বিয়ের আসরে অতিথি হিসেব গিয়েছিলেন। গত, শুক্রবার থেকে দেশ বিদেশের হাই প্রোফাইল ব্যক্তিরা ৫ হাজার কোটি টাকা খরচের এই হাইপ্রোফাইল বিয়ের আসরে যাচ্ছেন।