Liger: ৪ঘন্টাতেই ছাড়াল ৪মিলিয়ন, জনসমুদ্রে ভেসে লাইগারের ট্রেলার মুক্তিতে বিজয়- অনন্যা
কথা ছিল ২১ শে জুলাই মুক্তি পাবে বিজয় ও অনন্যা অভিনীত লাইগার ছবির ট্রেলার। ঘড়ি ধরে ঠিক ২১ জুলাই সকাল সাড়ে ৯টা নাগাদ মুক্তি পেল লাইগার ছবির ট্রেলর। এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন বিজয় দেবেরাকোন্ডা। বৃহস্পতিবার সকালেই গ্র্যান্ড সেলিব্রেশনের মধ্যে দিয়ে মুক্তি পায় ছবির ট্রেলর। ২.০২ মিনিটের এই ট্রেলার টানটান উত্তেজনায় ভরপুর। মুক্তির ৪ ঘণ্টার মধ্যেই ভিউ ছাড়িয়েছে ৪ মিলিয়ন। হিন্দি , মালয়ালম,তামিল, কন্নড় ও তেলেগু ভাষায় ট্রেলার মুক্তি ঘিরে ভক্তদের চরম উত্তেজনার ছবি ইতিমধ্যেই ফ্রেমবন্দি।
র্যালি করে ভক্তদের সঙ্গেই হুড খোলা গাড়িতে অনন্যা পান্ডে ও বিজয় দেবরাকোন্ডা প্রবেশ করেন সুন্দরম থিয়েটারে। সেখানেই বিপুল ভক্তের মাঝে মুক্তি পায় ছবির ট্রেলার। সেখান থেকেই সম্পূর্ণ টিম উড়ে যান মুম্বইয়ে। উপস্থিত ছিলেন প্রযোজক করণ জোহর। ২৫শে অগাস্ট গোটা দেশে মুক্তি পাচ্ছে এই ছবি।