Gadar 2: নয়া সংসদ ভবন, লোকসভায় দেখানো হবে 'গদর টু'
নতুন ইতিহাস লিখতে চলেছে সানি দেওলের 'গদর টু'(Gadar 2)। তিন দিন ধরে লোকসভা ও নয়া সংসদ ভবনে স্পেশাল স্ক্রিনিং হবে বিজেপি সাংসদ সানি দেওলের সিনেমার।
নতুন ইতিহাস লিখতে চলেছে সানি দেওলের 'গদর টু'(Gadar 2)। তিন দিন ধরে লোকসভা ও নয়া সংসদ ভবনে স্পেশাল স্ক্রিনিং হবে বিজেপি সাংসদ সানি দেওলের সিনেমার। দেশের ইতিহাসে এই প্রথম কোনও সিনেমা লোকসভা ও সংসদ ভবনে দেখানো হবে।
দেশজুড়ে ঝড় তুলেছে সানি দেওল-আমিশা প্য়াটেলের 'গদর টু'। গত ১১ অগাস্ট মুক্তির পর 'গদর টু' বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের সবচেয়ে বড় হিট হওয়ার পথে অনিল শর্মা পরিচালিত এই সিনেমা। এবার 'গদর টু' দেখানো হবে লোকসভা এবং নয়া সংসদ ভবনে।
দেখুন টুইট
'গদর টু'-র প্রধান চরিত্র সানি দেওল যেহেতু একজন সাংসদ, তাই সহ সাংসদদের অনুরোধে এই সিনেমাটি সেখানে চালানো হবে বলে খবর। দেশের বক্স অফিসে ৪০০ কোটি টাকার ব্যবসা করে শাহুরখ খানের 'পাঠান'কে ছাড়িয়ে যাওয়ার পথে গদর টু।