Former Mr India Premraj Arora Death: মর্মান্তিক! জিমে ওয়ার্কআউট করার পরে স্নান করার সময় মৃত প্রাক্তন মিস্টার ইন্ডিয়া
বৃহস্পতিবার একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন মিস্টার ইন্ডিয়া প্রেমরাজ আরোরা। ঘটনাটি ঘটেছে কোটায়। প্রাক্তন মিস্টার ইন্ডিয়াকে সেখানকার একটি জিমের স্থান ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন মিস্টার ইন্ডিয়া প্রেমরাজ আরোরা (Former Mr India Premraj Arora )। ঘটনাটি ঘটেছে কোটায় (Kota)। প্রাক্তন মিস্টার ইন্ডিয়াকে সেখানকার একটি জিমের স্থান ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সূত্রের খবর, ওয়ার্কআউট (Workout) করার পরে স্নান করতে শাওয়ার (Shower) রুমে গেছিলেন প্রেমরাজ। সেখানে তাঁর হার্ট অ্যাটার্ক হয়। তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ( Dead) বলে ঘোষণা করা হয়।