Yash Toxic: শ্য়ুটিংয়ে অবৈধভাবে শতাধিক গাছ কেটে বিতর্কে যশের টক্সিক, দায়ের এফআইআর

আগামী বছর এপ্রিলে হিন্দি, কন্নড়, তামিল সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলা যশের 'টক্সিক' সিনেমার শ্যুটিংয়ে কোনওরকম অনুমতি ছাড়াই জঙ্গলে করাতে দিয়ে শয়ে শয়ে গাছ কাটা হয় বলে অভিযোগ।

Yash (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ১২ নভেম্বর: কেজিএফ খ্যাত দক্ষিণের মহাতারকা যশ  (Yash) অভিনীত 'টক্সিক' (Toxic) সিনেমাটি বড় বিতর্কে জড়িয়ে গেল। আগামী বছর এপ্রিলে হিন্দি, কন্নড়, তামিল সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলা যশের 'টক্সিক' সিনেমার শ্যুটিংয়ে কোনওরকম অনুমতি ছাড়াই জঙ্গলে করাতে দিয়ে শয়ে শয়ে গাছ কাটা হয় বলে অভিযোগ।

বেঙ্গালুরুতে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার অভিযোগে বন দফতরের অভিযোগের ভিত্তিতে'টক্সিক' সিনেমার প্রয়োজকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বনের গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে ঘটনাস্থলে (পেন্নায়া) গিয়ে পরিদর্শন করেন। সেখানকার স্যাটেলাইট ছবি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। কয়েকটি গাছ যে কাটা হয়েছে তা তদন্তের শুরুতেই ধরা পড়েছে বলে খবর।

বিতর্কে যশের টক্সিক

'টক্সিক সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। ছবিটির প্রযোজন করেছে কেভিনি প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশানস। ২০২৩ সালের ডিসেম্বরে ছবিটির কাজ শুরু হয়। ড্রাগ মাফিয়ার জীবনের কথা বলা হয়েছে টক্সিকে।