Hema Malini Birthday: বলিউডের ড্রিমগার্ল হেমার জমদিনে মেয়ে এশার আদুরে বার্তা, দেখুন

বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনীর আজ ৭৫তম জন্মদিন। ১৯৭৭ সালে বলিউডে ‘ড্রিম গার্ল’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তাঁর আগমন ঘটে। সেই থেকেই তাঁর নামের সঙ্গে ‘ড্রিম গার্ল’ শব্দটি চিরতরে জুড়ে গিয়েছে।

Hema Malini and Esha Deol (Photo Credit: X)

নয়াদিল্লি: বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনীর আজ ৭৫তম জন্মদিন। ১৯৭৭ সালে বলিউডে ‘ড্রিম গার্ল’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তাঁর আগমন ঘটে। সেই থেকেই তাঁর নামের সঙ্গে ‘ড্রিম গার্ল’ শব্দটি চিরতরে জুড়ে গিয়েছে। হেমা মালিনী (Hema Malini) বলিউডে তাঁর সময়ের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শোলে, বাগবান, ড্রিম গার্ল, ক্রান্তি, নসিব, আন্দাজ সহ আরও অনেকগুলি ব্লকবাস্টার ছবিতে কাজ করে হেমা। আজ তাঁর ৭৫তম  জন্মদিনে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

ব্যক্তিগত জীবনেও হেমা বেশ সাহসী। ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য নিজের ধর্ম পরিবর্তন করতেও পিছপা হননি। হেমা মালিনী কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে সুখে বিয়ে করেন, তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে নাম এশা দেওল ও অহনা দেওল। জন্মদিনে মেয়ে এশা দেওয়াল সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন। সঙ্গে মন ছুঁয়ে একটি বার্তাও, কী লিখেছেন এশা?

দেখুন



@endif