Disha Patani: ডিপ অফশোল্ডার সাদা পশাকে নেটদুনিয়া কাঁপাচ্ছেন দিশা পাটানি

দিশা মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রামে নানান লুকের ছবি শেয়ার করে থাকে থাকেন। সম্প্রতি যে ছবিটি শেয়ার করেছেন তাতে তাঁকে একটি স্লিভলেস সাদা পোশাকে দেখা যাচ্ছে।

Disha Patani (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: দিশা পাটানি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। দিশা পাটানি (Disha Patani) মানেই বিকিনি, হট ড্রেস। দিশা মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রামে নানান লুকের ছবি শেয়ার করে থাকে থাকেন। সম্প্রতি যে ছবিটি দিশা শেয়ার করেছেন তাতে তাঁকে একটি স্লিভলেস সাদা পোশাকে দেখা যাচ্ছে। কার্ল স্টাইল করা চুলের সঙ্গে লাল লিপস্টিক শেড, হাইলাইট করা গাল, টিন্টেড আইশ্যাডো সব মিলিয়ে তাঁকে খুব গ্ল্যামরাস দেখাচ্ছে। খোলামেলা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়।

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)