Dia Mirza In Maldives : সৎ মেয়েকে নিয়ে মালদ্বীপে দিয়া মির্জা

মালদ্বীপে দিয়া

মম্বই : মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিয়া মির্জা (Dia Mirza)। সৎ মেয়েকে সঙ্গে নিয়েই মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিয়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি এবং ভিডিয়োও শেয়ার করেন বলিউডের (Bollywood) এই অভিনেত্রী।

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া মির্জা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর মুম্বইয়ের (Mumbai) ব্যবসায়ী বৈভবের সঙ্গে সম্পর্কে জড়ান দিয়া। লকডাউনের মধ্যে বৈভবের পালি হিলের বাড়িতে প্রায়শই চোখে পড়ে দিয়ার উপস্থিতি। বেশ কিছুদিন সম্পর্কের পর অবশেষে নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী।

আরও পড়ুন : Rahul Arunoday Banerjee On PM Modi : 'মিথ্যের হাওয়া', মোদীকে বিঁধলেন রাহুল

করোনার (Corona) মধ্যে একেবারে সাদামাঠাভাবে বিয়ের অনুষ্ঠান সারেন দিয়া মির্জা এবং বৈভব রেখি। দুই পরিবারের লোকজন এবং তাঁদের বন্ধুরাই হাজির হন বিয়ের অনুষ্ঠানে বিয়ের পর পাপারাৎজির সামনে হাসি মুখে হাজির হতেও দেখা যায় দিয়াকে। দ্বিতীয়বার বিয়ের পর এবার মালদ্বীপে (Maldives) পাড়ি দেন দিয়া মির্জা এবং বৈভব রেখি।



@endif