Shah Rukh Khan Movie Jawan: সোশ্যাল মিডিয়া থেকে শাহরুখ খানের জওয়ানের ফাঁস হওয়া যাবতীয় ভিডিয়ো নামানোর নির্দেশ আদালতের

Jawan Poster (Photo Credits: Facebook)

দিল্লি, ২৫ এপ্রিল: শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত সিনেমা 'জওয়ান'(Jawan)-এর কিছু ভিডিয়ো ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। আগামী ২ জুন মুক্তি পেতে চলা গৌরী খান প্রযোজিত অ্যাটলে পরিচালিত জওয়ান সিনেমার কিছু ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এই নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় জওয়ানের প্রযোজক সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। 'জওয়ান'-এর ফাঁস হওয়া ভিডিয়ো নিয়ে দিল্লি হাইকোর্টে কড়া রায়।

সোশ্য়াল মিডিয়া থেকে শাহরুখ খানের আসন্ন এই সিনেমার ফাঁস হওয়া যাবতীয় ভিডিয়ো নামিয়ে বা ডিলিট করা ও প্রয়োজনে ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিল হাইকোর্ট। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কপি রাইট ভঙ্গ করা জওয়ানের ফাঁস হওয়া ভিডিয়োর ভাইরাল হওয়া রুখতে ইউ টিউব, গুগল, টুইটার এবং রেডিটকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলল আদালত। আরও পড়ুন- 'রইস'-এ শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কী বললেন পাক অভিনেত্রী মাহিরা খান

দেখুন টুইট

প্রসঙ্গত, যশ চোপড়ার প্রযোজনায় তৈরি হওয়া পাঠান-এর মহাসাফল্যের পর শাহরুখ খানের আসন্ন জওয়ান সিনেমাকে নিয়ে গোটা দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। এই ক্রেজের মাঝে কোনওরকম ঝুঁকি না নিয়ে সিনেমার কিছু অংশ ভিডিয়ো লিক হতেই সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ হল শাহরুখ কানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। শাহরুখকে এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে। জওয়ানের ট্রেলর সোশ্য়াল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়।