IPL Auction 2025 Live

Dada Saheb Phalke Award: ৬৮তম জাতীয় পুরস্কারের মঞ্চে আশা পারেখ পেলেন দাদাসাহেব ফালকে, দেখুন ভিডিও

শুক্রবার দিল্লিতে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেন কিংবদন্তী অভিনেত্রী আশা পারেখ

Photo Credit_Twitter

৬৮তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব পুরস্কার পেলেন আশা পারেখ। তাঁর হাতে সেই সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সিনেমায় অভিনেত্রী আশা পারেখ-এর অবদানকে স্বীকৃতি দিয়েই তুলে দেওয়া হয় দাদাসাহেব সম্মান। ১৯৫২ সালে ‘আসমান’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় সফর শুরু হয়েছিল এই বলিউড সুন্দরীর। এরপর ‘কাটি পতঙ্গ’,'তিসরি মঞ্জিল', ‘দো বদন',‘ক্যারাভান’ ‘উপকার’-এর মতো হিট ছবির নায়িকা হিসাবে দেখা মিলেছে তাঁর। হিন্দির পাশাপাশি গুজরাতি, পাঞ্জাবি ভাষার ছবিতেও দাপটের সঙ্গে একটা সময় কাজ করেছেন আশা।১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর চেয়ারপার্সনের পদে ছিলেন। তিনিই প্রথম মহিলা হিসেবে ওই পদ পান।

বর্ষীয়ান শিল্পী জানান, '' দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া আমার কাছে বিশাল সম্মানের। আমার ৮০ তম জন্মদিনের ঠিক একদিন আগে এই সম্মান পেলাম, আরও ভাল লাগছে।''