Jacqueline-Sukesh: স্বপ্ন সুন্দরী জ্যাকলিনকে জন্মদিনে বিলাসবহুল ইয়ট উপহার, ওয়েনাড়কে বিপুল অর্থ সাহায্যের প্রতিশ্রুতি সুকেশের

'বেবি গার্ল'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুকেশ লেখেন, জ্যাকলিনের সমস্ত ইচ্ছা, স্বপ্ন আগামী দিনে পূরণ হোক। ২০২৫ সালের ১১ অগাস্ট দিনটি জ্যাকলিনের সঙ্গে কাটাতে পারবেন বলেই আশাবাদী তিনি।

Sukesh Chandrasekhar, Jacqueline Fernandez (Photo Credits: PTI and Instagram)

স্বপ্ন সুন্দরীকে জন্মদিনে একটি বিলাসবহুল ইয়ট (Yacht) উপহার দিলেন জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। ১১ অগাস্ট ছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) জন্মদিন। সুন্দরী নায়িকার সঙ্গে সুকেশের 'বিশেষ' সম্পর্কের গুঞ্জন সকলেরই জানা। এবার জেল থেকেই জ্যাকলিনের ৩৯'তম জন্মদিনে একটি ইয়ট (ছোট জাহাজ) উপহার হিসাবে দিলেন ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় তিহাড়ে বন্দি সুকেশ।

নায়িকার জন্মদিন (Jacqueline Fernandez Birthday) উপলক্ষ্যে তাঁকে একটি চিঠি লেখেন সুকেশ। আর তাতেই তিনি এই বিলাসবহুল উপহারের কথা জানান। সেখানে এও উল্লেখ করেছেন, জ্যাকলিনের নামেই এই ইয়টটির নাম রেখেছেন তিনি। জানা যাচ্ছে, 'লেডি জ্যাকলিন' (Lady Jacqueline) নাম রাখা ওই ইয়টটি অনেক আগেই পছন্দ হয়েছিল নায়িকার। ২০২১ সালে সেটিকে পছন্দের তালিকায় যোগ করেছিলেন অভিনেত্রী। স্বপ্ন সুন্দরীর সেই পছন্দকেই জন্মদিনের উপহার হিসাবে তাঁর কাছে পৌঁছে দিলেন সুকেশ (Sukesh Chandrashekhar)। 'বেবি গার্ল'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুকেশ লেখেন, জ্যাকলিনের সমস্ত ইচ্ছা, স্বপ্ন আগামী দিনে পূরণ হোক। এই দূরত্বের মাঝেও তাঁদের দুজনের আত্মিক সম্পর্ক যেন বজায় থাকে, চিঠিতে সেই কামনা করেছেন আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত সুকেশ। ২০২৫ সালের ১১ অগাস্ট দিনটি জ্যাকলিনের সঙ্গে কাটাতে পারবেন বলেই আশাবাদী তিনি।

অভিনেত্রীকে কেবল দামী উপহার দিয়েছেন এমন নয়, সদ্য ভুমিধসে 'ধ্বংসপুরী'তে পরিণত হওয়া কেরলের ওয়েনাড়ের (Wayanad) জন্যে ১৫ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুকেশ (Sukesh Chandrashekhar)। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্যে ৩০০টি বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। চিঠিতে সুকেশ লিখেছেন, ওয়েনাড়ের পাশে দাঁড়িয়ে এই লক্ষ্যপূরণের জন্যে কেরল সরকারের সঙ্গে মিলে কাজ করার লক্ষ্যে তিনি একটি দল তৈরি করেছেন। এখানেই শেষ নয়। সুকেশ জানান, তাঁর যে সকল অনুরাগী রয়েছে তাঁদের সমর্থন পেয়ে আপ্লূত তিনি। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে ১০০টি আইফোন 15 Pro উপহার দেওয়ার ঘোষণা করেছেন চিঠিতে।