Priyanka Chopra's Citadel: প্রিয়াঙ্কার ২০০০ কোটির সিটাডেল দর্শক টানতে ব্যর্থ কেন? উত্তর চান অ্যামজনের সিইও

স্পাই থ্রিলার হিসেবে বিশ্ব জুড়ে মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল। প্রিয়াঙ্কার ওয়েব সিরিজের পাশাপাশি আর কোন কোন ওয়েব সিরিজে বিপুল খরচ সত্ত্বেও, তা দর্শক টানতে ব্যার্থ, সে বিষয়ে অ্যান্ডি জ্যাসি এবার গোটা টিমের সঙ্গে হিসেবনিকেষ করছেন বলেও খবর।

Priyanka Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ জুলাই: প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) ২০০০ কোটির ওয়েব সিরিজ সিটাডেল নিয়ে এবার প্রশ্ন উঠল। সিটাডেল দর্শক টানতে ব্যার্থ। ২০০০ কোটির ওয়েব সিরিজ কেন দর্শক টানতে ব্যার্থ, সেই উত্তর চাইলেন অ্যামাজনের সিইও। বিশ্ব জুড়ে প্রাইমে সিটাডেল মুক্তি পেলেও, কেন তা দর্শকের কাছে পৌঁছতে পারল না, তা নিয়ে প্রশ্ন তোলা হয় অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসির তরফে। স্পাই থ্রিলার হিসেবে বিশ্ব জুড়ে মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল। প্রিয়াঙ্কার ওয়েব সিরিজের পাশাপাশি আর কোন কোন ওয়েব সিরিজে বিপুল খরচ সত্ত্বেও, তা দর্শক টানতে ব্যার্থ, সে বিষয়ে অ্যান্ডি জ্যাসি এবার গোটা টিমের সঙ্গে হিসেবনিকেষ করছেন বলেও খবর।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত  ভারতে আসার পর সিটাডেলের প্রমোশন করেন প্রিয়াঙ্কা চোপড়া। ঝা চকচকে প্রমোশনের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় প্রায় গোটা বলিউডকে।