Brahmāstra: বক্স অফিসে ঝড় 'ব্রহ্মাস্ত্র'-র, বড় ব্যবসায়িক সাফল্যের পথে রণবীর-অয়নের সিনেমা

বয়কটের ভ্রুকুটি উপেক্ষা করে বক্স অফিসে বড় সাফল্যের পথে রণবীর সিংয়ের 'ব্রহ্মাস্ত্র'। কোনও ছুটির আবহে রিলিজ না করেও রণবীরের সিনেমা বছরের সবচেয়ে বড় বলিউডি হিট হওয়ার পথে।

Photo Credit_Instagram

মুম্বই, ১১ সেপ্টেম্বর: বয়কটের ভ্রুকুটি উপেক্ষা করে বক্স অফিসে বড় সাফল্যের পথে রণবীর সিংয়ের 'ব্রহ্মাস্ত্র'। কোনও ছুটির আবহে রিলিজ না করেও রণবীরের সিনেমা বছরের সবচেয়ে বড় বলিউডি হিট হওয়ার পথে। প্রথম দিনে বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে রণবীর কাপুর-পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা। আর দেশের বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র'-র হিন্দি সংস্করণ প্রথম দু দিনে মোট ৭১ কোটি টাকার ব্যবসা করেছে।

প্রথম দিনে সাড়ে ৩১ কোটি আর দ্বিতীয় দিনে সাড়ে ৩৮ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। রক্ষাবন্ধন, লাল সিং চাড্ডা-সুপার ফ্লপ হওয়ার পর বলিউডের হতাশা কাটতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'-র ব্যবসায়িক সাফল্যে। আরও পড়ুন-মাথার টাকে হাত বুলিয়ে 'হ্যাপিওয়ালা' দেখালেন চুলের ম্যাজিক, দেখুন ভিডিও

দেখুন টুইট

মাল্টিপ্লেক্সগুলিতে রমরমিয়ে চলছে 'ব্রহ্মাস্ত্র'। চিত্র সমালোচকরাও মোটের ওপর সিনেমিটাকে পজেটিভ রিভিউ দিয়েছেন। ফলে আগামী দিনেও এর ব্যবসার গতি অব্যাহত থাকতে পারে। ৪০০ কোটি টাকা বাজেটের রণবীর-অয়নের এই ছবি বক্স অফিসে বড় সফলতার দিকেই এগোচ্ছে।