Haddi: নওয়াজউদ্দিন অভিনীত ‘হাড্ডি’ সিনেমার মুক্তির স্থগিতাদেশ দিতে রাজি নয় বম্বে হাইকোর্ট

‘হাড্ডি’ সিনেমার মুক্তির স্থগিতাদেশ দিতে রাজি নয় বম্বে হাইকোর্ট। সম্প্রতি হিন্দি সিনেমা ‘হাড্ডি’-এর প্রযোজকদের বিরুদ্ধে দুটি প্রযোজনা সংস্থা (টাইগার ট্রেল এবং ওবেরয় মেগা এন্টারটেইনমেন্ট এলএলপি) ছবিটি মুক্তির স্থগিতাদেশ চেয়ে পিটিশন দায়ের করেছিল।

Bombay High Court refuses to stay release of Hindi film ‘Haddi’

নয়াদিল্লি : ‘হাড্ডি’ সিনেমার মুক্তিতে স্থগিতাদেশ দিতে রাজি নয় বম্বে হাইকোর্ট। সম্প্রতি হিন্দি সিনেমা ‘হাড্ডি’-এর প্রযোজকদের বিরুদ্ধে দুটি প্রযোজনা সংস্থা (টাইগার ট্রেইল এবং ওবেরয় মেগা এন্টারটেইনমেন্ট এলএলপি ) ছবিটি মুক্তির স্থগিতাদেশ চেয়ে পিটিশন দায়ের করেছিল। বম্বে হাইকোর্ট সিনেমাটির মুক্তি স্থগিত করতে অস্বীকার করেছে। বলিউডের জি স্টুডিও এবং অনিন্দিতা স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে 'হাড্ডি' (Haddi)। সিনেমাটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। টাইগার ট্রেইল দাবি করেছে যে, অনিন্দিতা এন্টারটেইনমেন্ট ছবিটি প্রযোজনা করার জন্য দেওয়া তহবিলের অপব্যবহার করেছে। এই আর্থিক বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ছবিটির মুক্তি স্থগিত করার জন্য আদালতকে অনুরোধ জানায়। আগামী ১৬ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন : Jawan: জওয়ানের হিড়িক, উত্তর দিনাজপুরের এই প্রেক্ষাগৃহে মাঝরাতেও দেখানো হবে শাহরুখ খানের ছবি

গতবছর 'হাড্ডি' সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকির ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা। নিজের রহস্যময় চরিত্রটি নিয়ে বিস্তারিত কথাও বলেছেন বলিউড তারকা। এই চরিত্রের জন্য নিজের আচরণে বেশ পরিবর্তন আনেন নওয়াজ। এমনকি চরিত্রটিকে বুঝতে দীর্ঘ সময় ট্রান্সজেন্ডার কমিউনিটির সঙ্গে থেকেছেন তিনি।

দেখুন টুইট