Kriti Sanon: কৃতি শ্যাননকে নিয়ে বড় খবর, দেখুন

Kriti Sanon (Photo Credit: Instagram)

কবীর বাহিয়ার (Kabir Bahia) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। রিপোর্টে প্রকাশ, কবীর বাহিয়া একজন এনআরআই। হোলিতে কবীর বাহিয়ার সঙ্গে ছবি শেয়ার করেন কৃতি। এর আগেও কবীর এবং তাঁর দিদির সঙ্গে কৃতি শ্যাননকে ছবি শেয়ার করতে দেখা যায়। তখন থেকেই একটু একটু করে ছড়ায় গুঞ্জন। যদিও কৃতি শ্যানন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। জানা যায়, লন্ডনে কবীর বাহিয়ার সঙ্গে হোলি উদযাপন করেন কৃতি। সেখান থেকেই অভিনেত্রীর একের পর এক ছবি প্রকাশ্যে এলে, তা নিয়ে জল্পনা ছড়ায়।

দেখুন ছবি...

 

Kriti sanon celebrating Holi in London with rumoured BF Kabir Bahia.

byu/Least_Ad7941 inBollyBlindsNGossip



@endif