Dhanush-Aishwaryaa: ধনুষের সঙ্গে রজনী-কন্যা ঐশ্বর্যার বিচ্ছেদের কারণ কী, মুখ খুললেন অভিনেতার বাবা

ধনুষের বাবা বলেন, পারিবারিক কলহের জেরে হয়ত তাঁর ছেলে এবং পুত্রবধূ এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের যে বিচ্ছেদ হচ্ছে, তা মানতে নারাজ কস্তুরি রাজা।

Dhanush-Aishwaryaa (Photo Credit: Instagram)

চেন্নাই, ২০ জানুয়ারি:  ধনুষের (Dhanush) সঙ্গে রজনী কন্যা ঐশ্বর্যার (Aishwaryaa) বিচ্ছেদে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কী কারণে বলিউড অভিনেতা ধনুষ এবং ঐশ্বর্যা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা এখনও অজানা। তবে ১৮ বছরের সংসার ভেঙে  তাঁরা আলাদা থাকার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে যেন সবাই তাঁদের পাশে থাকেন বলে আশা প্রকাশ করেন ধনুষ, ঐশ্বর্যা। এ বিষয়ে এবার মুখ খুলেলন ধনুষের বাবা কস্তুরি রাজা। একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন কস্তুরি রাজা।

ধনুষের বাবা বলেন, পারিবারিক কলহের জেরে হয়ত তাঁর ছেলে এবং পুত্রবধূ এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের যে বিচ্ছেদ হচ্ছে, তা মানতে নারাজ কস্তুরি রাজা। তিনি আরও বলেন, ধনুষ এবং ঐশ্বর্যার কেউ বর্তমানে চেন্নাইতে নেই। ওঁরা দুজনেই হায়দরাবাদে রয়েছেন। তাঁদের সঙ্গে কস্তুরি রাজা কথা বলেছেন। শিগিগরই সব ঠিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:  UP Election 2022: বড় ধাক্কা হাত শিবিরে, উত্তরপ্রদেশে কংগ্রেসের পোস্টার গার্ল যোগ দিলেন বিজেপিতে

মাত্র ২১ বছর বয়সে ২৩ বছরের ঐশ্বর্যাকে বিয়ে করেন ধনুষ। ১৮ বছর ধরে সংসার, দুই সন্তানের বাবা, মা ধনুষ এবং ঐশ্বর্যা কেন এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে অব্যাহত জল্পনা।