Viral: শাহরুখ-কন্যা থেকে অমিতাভের নাতনি, অনন্যাদের ছোটবেলার ছবি দেখে আপ্লুত অনুরাগীরা
বি টাউনের এই ৪ কন্যার ছোটবেলার ছবি ভাইরাল হল। যেখানে শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি, সঞ্জয় কাপুরের মেয়ে এবং চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে দেখা যায়।
মুম্বই, ৫ নভেম্বর: সুহানা খান (Suhana Khan), অনন্যা পান্ডে (Ananya Panday), শানায়া পান্ডে এবং নভ্যা নভেলি নন্দার বন্ধুত্ব বলিউডে সুবিদিত। বলিউডের এই ৪ কন্যাকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। তাঁদের খাওয়াদাওয়া থেকে পার্টি, অনেক সময়ই শানায়া কাপুরের সঙ্গে অনন্যা পান্ডে বা সুহানা খানের সঙ্গে নভ্যা নভেলি নন্দাকে দেখা যায়। বি টাউনের এই ৪ কন্যার ছোটবেলার ছবি ভাইরাল হল। যেখানে শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি, সঞ্জয় কাপুরের মেয়ে এবং চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে দেখা যায়। বি টাউনের এই জনপ্রিয় ৪ কন্যার ছবি দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা। সুহানা, অনন্যা, নভ্যা (Navya Nanda), শানায়াদের Shanaya Kapoor)ছোটবেলার ছবির সঙ্গে বর্তমান রূপের কোলাজ প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।
সম্প্রতি শানায়া কাপুরের পান্ডের ২৩ বছরের জন্মদিনের ছবি প্রকাশ্যে আসে। সঞ্জায় কন্যার জন্মদিনের ছবিতেও দেখা যায় বিগ বি-র নাতনি নভ্যা নভেলি নন্দাকে। পাশাপাশি সম্প্রতি দীপাবলি পার্টিতে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, সুহানা খানকে সর্বত্র একই সঙ্গে দেখা যায়।