Sidharth Shukla No More: অভিনয়ের আগে মডেলিংকেই পেশা করে ছিলেন, প্রয়াত সতীর্থ সিদ্ধার্থ শুক্লকে স্মরণ করবেন বিদ্যুৎ জামওয়াল
বিগবস-১৩ বিজেতা প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লকে (Sidharth Shukla) বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চলেছেন সতীর্থ বিদ্যুৎ জামওয়াল৷ সিদ্ধার্থের ছবি শেয়ার করে এক ইনস্টা পোস্টে বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) তাঁর অনুরাগীদের জানিয়েছেন, বুধবার বেলা ১টা নাগাদ প্রয়াত বন্ধুকে স্মরণ করবেন তিনি৷
বিগবস-১৩ বিজেতা প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লকে (Sidharth Shukla) বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চলেছেন সতীর্থ বিদ্যুৎ জামওয়াল৷ সিদ্ধার্থের ছবি শেয়ার করে এক ইনস্টা পোস্টে বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) তাঁর অনুরাগীদের জানিয়েছেন, বুধবার বেলা ১টা নাগাদ প্রয়াত বন্ধুকে স্মরণ করবেন তিনি৷ সিদ্ধার্থ শুক্লকে (RIP Sidharth Shukla) শেষ শ্রদ্ধা জানাতে অভিনেতার অন্ত্যেষ্টি ক্রিয়ায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জামওয়াল৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ৪ লাখ ছুঁই ছুঁই অ্যাক্টিভ রোগী, দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ
বিদ্যুৎ ও সিদ্ধার্থ ভাল বন্ধু ছিলেন৷ অভিনয়ে আসার আগে এই দুই বন্ধুই মডেলিং দিয়ে নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন৷ দু’জনের সখ্যতা ছিল ঈর্ষণীয়, বন্ধুর সঙ্গে নিয়মিত যাতে দেখা হয়, সেজন্য একই জিমে নিজেদের শরীরচর্চা থেকে প্রশিক্ষণ সবই নিয়েছেন৷ আচমকা প্রিয় বন্ধুর এই চলে যাওয়াতে স্বভাবতই বিধ্বস্ত বিদ্যুৎ জামওয়াল সিদ্ধার্থের কথা বলতে গিয়ে একটু সময় নিলেন৷ বন্ধু বিয়োগের ব্যথা সইয়ে নিয়ে আজ আসছেন লাইভে৷ গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই সিদ্ধার্থ শুক্লর জীবনাবসান হয়৷ অবিবাহিত সিদ্ধার্থ রেখে গেলেন মা ও দুই বোনকে৷