Shah Rukh Khan Video: 'ঝুমে যো পাঠান' নাচ, দুবাই মাতিয়ে দিলেন শাহরুখ, তুমুল হর্ষধ্বনিতে ভাসলেন 'বাদশা', দেখুন

Shah Rukh Khan Dance (Photo Credit:X)

ফের দুবাই (Dubai) মাতিয়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ছেলে আরিয়ান খানের ব্র্যান্ডের হয়ে প্রচারে হাজির হন শাহরুখ। আরিয়ান খানের ব্র্যান্ডের একটি অনুষ্ঠান ছিল দুবাইতে। সেখানে হাজির হন বাবা শাহরুখ। এসআরকে হাজির হতেই দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ে। এরপর শাহরুখ 'ঝুমে যো পাঠান' নাচতে শুরু করলে তুমুল হর্ষধ্বনি শোনা যায় দর্শকের মাঝে। দর্শকের তমুল হর্ষধ্বনি শুনে শাহরুখ খান হেসে নিজেই থেমে যান মঞ্চে। প্রসঙ্গত জিরো মুক্তির পর বেশ কয়েক বছর আসেনি শাহরুখের ছবি। এরপর পাঠান দিয়ে ফের বক্স অফিসে ধামাকা করেন বলিউডের কিং খান।

দুবাইতে শাহরুখকে ঘিরে উত্তাল দর্শক, দেখুন ভিডিয়ো...

 



@endif